ক্যাটাগরিসমূহ
কবিতা

গুম করে দাও সব

এই সাংঘাতিক এদিকে আয়

আমার নামে কী রিপোর্ট করেছিস!

কোটি টাকা মাইরা খাইছি

তোর বা….র  ফুটানি গেছে নি?

িআমারে চিনোছ! এক্কেরে গুম কইরা দিমু

হাতে সুপারি দেখছোস, এক্কেরে শোয়াইয়া দিমু!

তোর আর বা…..র ভাইরা পুপ মাইরা গেছে

তেমন চুপ মাইরা থাক! টু শব্দ করবি না,

চুপ না থাকলে খুন কইরা ফালামু!

হ! ভাইজান! আমি ভীতু মানুষ, আমারে গুম কইরা ফালান

হাতের সুপারি দিয়া এক্কেরে শোয়াইয়া ফেলান।

জোচ্চোরের হাতে মইরাও শান্তনা দিতে পারমু নিজেরে

আল্লারে কমু এ আমারে খুন করছে।

মইরা গেলে আর কী হইবো? বৌ-পোলাপান কানবো

ঐ যে মনে আছে এখনও

যখন আপনাদের বড় ভাইয়েরা খুনের প্রস্তুতি নিছিলো

এমন সময় কন্যাদের ফোন! বাবার কান্না শুনে বলেছিলো

বাবা তুমি কাদঁছো কেন? যতবার ভাবি আমারও কান্না চলে আসে,

আর কান্না করতে চাই না, আমাকেও খুন করে ফেলেন!

আমার পরিবারও আমাকে হারিয়ে এমনি কাদঁবে

আর খোঁজ করে ফিরবে, বাবা কবে ফিরবে ?

কাপুরুষের মতো নিশ্চুপ থাকার চেয়ে

জোড়াল গলায় সত্য পৌঁছাতে চাইে

আজ না হয় কাল এমনিতেই মরবো

মারতে চাও ? নাও বুক পেতে দিলাম মারো!

কি! তোর এত্তো বড় সাহস

নে এখনই তোরে ওপার পাঠিয় দিচ্ছি

হঠাৎ গুলির শব্দ! ছিনেমার মতো পাখিরা উড়ে যায় নি

সবকিছু যেমন ছিলো, তেমনি আছে

শুধু পিচ ঢালা রাস্তা লাল রক্তে ভেসে যাচ্ছে

লাশের তর্জনি শুধু আকাশের দিকে তাক করে

হয়তো বলতে চাচ্ছে, হে আল্লাহ সাক্ষী থাকো।

নোংরা কালপ্রিটদের কোলাহল থেকে মুক্তি একটাই উপায়

সত্য বলে যাও, গুম হয়ে যাও! খুন হয়ে যাও!

যারা গুম হতে চাও সত্যিটা বলে যাও

যারা গুলি খেতে চাও, বুক মেল ধরো

চলো গুম হওয়ার সারিতে দাড়াই

প্রজন্মকে বলে যাই, সত্যের পথে ছিলাম মোরা

সত্যেরই বিজয় চাই।

তারিখ: ১৩ জুন ২০২১