ক্যাটাগরিসমূহ
বই রিভিউ

বই রিভিউ: হযরত হাসান রা. এর জীবন ও শাসন

থ্রিলার থ্রিলার এক আবহের মাঝে এবং অসমাপ্ত উত্তরের মাঝেই পড়া শেষ হলো আল্লামা সাল্লাবির সংকলিত আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মাদ রাসূলুল্লাহ সা. এর প্রানপ্রিয় বড় নাতি হযরত ফাতেমা রা. ও হযরত আলী রা. এর আদরের বড় সন্তান হযরত হাসান রা. এর জীবন ও শাসন বইটি।
অনেকেই অভিযোগ করে, আমাদের দেশে আহলে বায়েতদের নিয়ে চর্চা কম হয়। নতুন করে ইসলামি সাহিত্যর যে জাগরণ শুরু হয়েছে এবং মানসম্মত বইয়ের অনুবাদ চর্চা শুরু হয়েছে, আশাকরি তাদের অভিযোগ অনেক খানিই কমবে।
বইটি পড়ার মূল উদ্দেশ্য ছিলো হাসান রা. এর সময় তৎকালীন পরিস্থিতি ও শাহাদাত কালীন ঘটনার বিস্তারিত জানা, কে বা কারা রাসূল সা. এর পিয় নাতিকে বিষপানের মাধ্যমে শাহাদাতের সূধা পান করিয়েছে?

এতোদিন এ সম্পর্কে যতটুকু জানাছিলো তা হলো সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বিষাদসিন্ধু থেকে যেখানে উল্লেখ্য করা হয়েছে তাকে বিষ পান করিয়েছে তার স্ত্রী! যেবইটি সম্পর্কে ইতিহাস বিকৃতির অভিযোগ রয়েছে। বর্তমানে ইসলামি ইতিহাস নিয়ে অধ্যয়ন করার ফলে এখন মনে হচ্ছে এই অভিযোগটি তৎকালীন প্রেক্ষাপটে পুরোপুরিই বেমানান শুধু তাই নয় সৎ নারীর প্রতি কুধারণাও বহি:প্রকাশ হয়েছে যা করতে কুরআন কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
তাহলে কে বা কারা বিষপান করিয়েছে?
উত্তরটি এখনও ধোয়াঁশা রয়ে গেছে ইতিহাসবিদদের কাছে এখনও। সবাই শুধু ধারনার উপর ঘটনা বর্ণনা করে যাচেছ। শীয়া-রাফিযীরা যেমন অভিযোগ করে বিষপানকারীদের ব্যপারে তেমনি আরো অভিযোগ করা যায় তৎকালীন ফেতনা খারেজিদের প্রতি যারা আলী রা.কে হত্যার পর হাসান রা. কেও হত্যাকরারজন্য বারবার প্রচেষ্টা চালিয়েছে, অভিযোগ করা যায় ইবনে সাবার অনুসারীদের উপরও যারা মুয়াবিয়া রা. এর সাথে সন্ধি-স্থাপনে ঘোর বিরোধী ছিলো।
হৃদয়টা কেপে উঠে যখন এই অংশটুকু পড়ি, হাসান রা. যখন কুটিরে প্রবেশ করে কিছুক্ষণ পর বের হয়ে বললো, আজ এমন বিষ পান করেছি যা অন্যবারের মতো নয়, যেনো আমার কলিজাটা টুকরো হয়ে আলাদা হয়ে গেছে! অর্থাৎ হাসান সা. কে এর আগেও বিষ পান করানো হয়েছিলো কিন্তু তা কাজ করেনি।
অনেক অজানা তথ্যে ভরপুর এই বইটি পড়তে একটুও একঘেয়েমি লাগেনি, আর সাল্লাবির খেলাফত সিরিজ এর আগে শেষ করার ফলে অনেক কিছুই সমন্বয় করতে ও বুঝতে সহজ হয়েছে।
এবার বইটির বাহ্যিক কিছু বর্ণনা বলি, অনুবাদের মান চমৎকার হয়েছে যদিও সিয়ানের সাল্লাবি সিরিজের এটিই প্রথম পড়া বই আমার, অন্যগুলোর প্রশংসাও শুনেছি বিভিন্ন পাঠকদের কাছ থেকে। বইটিতে কিছু বানান ত্রুটি রয়েছে যা চোখে পড়ার মতো না কিন্তু পরবর্তী সংস্করণে আশাকরি সংশোধন করবে। আর পেপার, বাধাঁই, কোয়ালিটি কি বলবো, অসাধারণ হয়েছে। আমিতো এমন হয়েছে বই পড়েছি আবার মাঝে মাঝে বইটির ঘ্রাণ নেওয়ার জন্য বইটি খুলে নাকের কাছে এনেছি যেখানে অন্যান্য বইগুলো থেকে নাককে দূড়ে সরিয়ে রেখে পড়তে হয়েছে। প্রশংসা করার মতো একটি কাজ হয়েছে। আশাকরি তারা তাদের কাজগুলোকে আরো সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাবে।
বইয়ের নাম: হযরত হাসান রা. এর জীবন ও শাসন
মূল লেখকের নাম: ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
অনুবাদকের নাম: হাসান শুয়াইব
প্রকাশনি: সিয়ান পাবলিকেশন লিমিটেড
মূল্য:৫৫০.০০
পৃষ্ঠা: ৩১৮
র‌্যাংকিং: ৪.৬৫/৫

[নোট: সকলের সাথে জ্ঞান শেয়ার করার উদ্দেশ্যেই আমার বই রিভিউ পোষ্টটি শেয়ার করা। যদি কোনো ভুল-ভ্রান্তি থেকে থাকে দয়া করে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে ভুলগুলো সংশোধন করে দিবেন যাতে আমি এবং সকলে সঠিকটি জানতে পারি।]